Last Updated: Monday, January 7, 2013, 09:09
দিল্লির নির্যাতিতা তরুণীর বাবা জানালেন তিনি মোটেও এখনই তাঁর মেয়ের নাম প্রকাশ্যে আনার কথা বলেননি।
যে ব্রিটিশ ট্যাবলয়েডে তরুণীর বাবা সাক্ষাৎকার দিয়েছিলেন তারা দাবি করেছিল তিনি চান তাঁর মেয়ের নাম
যেন সর্বসমক্ষে আসে। কিন্তু রবিবার সন্ধেতেই আবার একটি ভারতীয় ইংরেজি দৈনিকে তিনি এ কথা অস্বীকার
করেন। ওই ইংরেজি দৈনিকটি অনুযায়ী মেয়েটির বাবা জানিয়েছেন মেয়েটির পরিচিতি জনসমক্ষে আনতে তিনি
ও তাঁর পরিবার শুধুমাত্র তখনই রাজি হবেন যখন তাঁর মেয়ের নামে নারীসুরক্ষার জন্য একটি নতুন আইন তৈরি
করা হবে।